ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাস্থ্য সুরক্ষায় বাজারে ফিলিপস’র ২০ পণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
স্বাস্থ্য সুরক্ষায় বাজারে ফিলিপস’র ২০ পণ্য ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগে এমন ছয় ক্যাটাগরির ২০টি পণ্য বাজারজাত শুরু করেছে ফিলিপস ইলেক্ট্রনিক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (পিইবিএল)।
 
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের মধ্যমে তারা এর যাত্রা শুরু করেন।


 
ছয় ক্যাটাগরির পণ্যের মধ্য রয়েছে- স্বাস্থ্য, রান্না, মা ও শিশুর পরিচর্যা সামগ্রী, গার্মেন্টস পণ্য, গৃহ সামগ্রী এবং ব্যক্তিগত ব্যবহারে উপযোগী পণ্য। এখন থেকে এই ছয় ক্যাটাগরির ২০টি পণ্য গ্রাহকরা হাতের নাগালেই পাবেন।
 
মিট দ্যা প্রেসের শুরুতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিলিপস’র বিভিন্ন পণ্য সম্পর্কে একটি ভিডিও প্রদর্শনী করা হয়। এরপর নতুন সব পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পিইবিএল’র সিইও সঞ্জয় বাপনা।
 
সঞ্জয় বাপনা বলেন, এর আগে রোগ নির্ণয়, চিকি‍ৎসা, রোগমুক্তি ও রোগীদের গৃহসেবা সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য সুনামের সঙ্গে বাজারজাত করে আসছে ফিলিপস। গ্রাহকদের সুস্থ জীবনযাপনের কথা বিবেচনা করেই এসব পণ্য বাজারজাত করা হয়েছে। যার গুণগত মান খুবই উন্নত। তবে এই স্বাস্থ্য বিষয়ের পণ্য কিন্তু ফিলিপস’র একটি অংশ মাত্র। এর বাইরে আরও প্রচুর পণ্য রয়েছে।
 
তিনি বলেন, বাংলাদেশের শীর্ষ স্থানীয় স্বাস্থ্য সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো ফিলিপস’র পণ্য ব্যবহার করছে। গুণগত ও ভালো মানের হওয়াতে এ প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারের পরিমাণ দিনদিন বাড়ছে। কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের অন্তত ২০টি বড় শহরে টাচপয়েন্টের সংখ্যা ১০ হাজারের ওপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
 
অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ সালে পিইবিএল ব্যবসার সম্প্রসারণ করতে পেরেছে। গত তিন বছরে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা ব্যবসার ক্ষেত্রে তিনগুণ সম্প্রসারিত হয়েছে। এটা খুবই ইতিবাচক।
 
স্বাস্থ্যসেবার পণ্যগুলোর মধ্য রয়েছে- সিটি, এমআরআই, এক্সরে, কার্ডিওভাসকুলার সিস্টেম, নিউক্লিয়ার মেডিসিন, পিইটি-সিটি, আল্ট্রাসাউন্ড ইমেজিং, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যানিয়া ম্যানেজমেন্ট, রোগীর জন্য বাসা বাড়িতে শ্বাস প্রশ্বাসে সহায়ক যন্ত্র অন্যতম।
 
অনুষ্ঠানে আরও বলা হয়, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডসহ প্রায় ১২টি প্রতিষ্ঠান পিইবিএল’র এসব পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করবে।
 
মিট দ্যা প্রেসে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নানের হাতে পিইবিএল’র পক্ষ থেকে সঞ্জয় বাপনা নতুন পণ্যগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাটারফ্লাই’র সিইও মোস্তাফিজুর রহমান সাজেদ।
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
একে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।