ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিসি সম্মেলন-২০১৫

রফতানি বাড়াতে ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
রফতানি বাড়াতে ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: প্রতিটি জেলা থেকে অন্তত একটি করে পণ্য রফতানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
জেলা প্রশাসক সম্মেলন-২০১৫’র দ্বিতীয় দিন বুধবার (২৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে তিনি এ সব কথা জানান।


 
মন্ত্রী বলেন, প্রতিটি জেলা থেকে অন্তত একটি করে পণ্য নির্বাচন করে সে পণ্যটি রফতানির ব্যবস্থা করা হবে। ‘এক জেলা, এক পণ্য’- এভাবেই রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছি আমরা।
 
ডিসিদের প্রস্তাব সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ হেসে বলেন, আমরা এমনিতেই ভালো কাজ করি। আর কীইবা প্রস্তাব দেওয়ার আছে!
 
তিনি বলেন, বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশ। আগামী তিন বছরে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। মোবাইল ব্যাংকিং নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের প্রশংসা করেছেন। এ সব সাফল্যের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি।
 
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল দাবি করে তিনি বলেন, ২০১৪ ও ২০১৫-এর রমজানে বাজার নিয়ন্ত্রণ ভালোভাবে হয়েছে। ভেজাল নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার কমিশনসহ বিভিন্ন বিষয়ে তাদের সাধুবাদ জানিয়েছি।

প্রতিবার আমে সবচেয়ে বেশি ফরমালিন থাকলেও এবার সেটি ছিল না দাবি করেন মন্ত্রী।
 
এছাড়া ২০১৪’র নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের নাশকতা নিয়ন্ত্রণে সবার ভূমিকার প্রশংসা করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এসকেএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।