ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাটির নিচে যাবে রাজধানীর ক্যাবল সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
মাটির নিচে যাবে রাজধানীর ক্যাবল সার্ভিস ফাইল ফটো

ঢাকা: ঢাকাকে আধুনিক শহর হিসেবে গড়ে ‍তুলতে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি ক্যাবলসহ সব ধরনের সার্ভিস লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন। এজন্য প্রাথমিকভাবে রাজধানীর মিরপুর রোডকে চিহ্নিতও করা হয়েছে।


 
বুধবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের কর্মকর্তাদের অংশগ্রহণে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আবুল কাশেমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বৈঠক শেষে সিটি মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, গ্রিন সিটি ও নগরীর সৌন্দর্য বর্ধন করতে বৈঠকে আমরা বিস্তারিত আলাপ-আলোচনা করেছি। আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে, প্রথমত ঢাকার মিরপুর রোডের ধানমণ্ডির ২৭ নম্বর থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তাকে একটি মডেল বা আইডিয়াল রাস্তা হিসেবে করতে চাই।
 
তিনি বলেন, যেখানে বিশ্বের বিভিন্ন আধুনিক শহরের রাস্তার মতো যেসব সার্ভিসগুলো মাটির নিচে থাকে, সেইভাবে একটি ‘মডেল স্ট্রিট’ হিসেবে করতে চাই। তারপর এ সড়কের আলোকে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য রাস্তাকে ‘আইডিয়াল স্ট্রিট’ হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
 
মেয়র সাঈদ খোকন বলেন, স্থপতি, ডিজাইনার ও পরিকল্পনাবিদ রয়েছেন, তাদের প্রতিযোগিতার মধ্যে থেকে আগামী দুই মাসের মধ্যে প্রস্তাব তৈরি করা হবে। সেসব প্রস্তাব থেকে সবচেয়ে ভালো একটি প্রস্তাব গ্রহণ করা হবে। সে অনুসারে মিরপুর রোডকে মডেল সড়ক হিসেবে গড়ে তুলতে এর বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
 
স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ বৈঠক শেষে জানান, আমাদের প্রস্তাব মেয়র গ্রহণ করেছেন। সে অনুসারে ধানমণ্ডি ২৭ নম্বর থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কের দুই পাশে খুঁটিতে ঝুলে থাকা বিদ্যুৎ, ইন্টারনেট, স্যাটেলাইট টিভি ক্যাবলসহ অন্যান্য দৃশ্যমান তার মাটির নিচ দিয়ে দেওয়া হবে। ফুটপাতের সব ধরনের অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হবে। সড়কের দুই পাশে গাছ লাগানো ও আইল্যান্ডের সৌন্দর্য বর্ধন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।