ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রফতানির লক্ষ্যমাত্রা গতানুগতিক: ডিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
রফতানির লক্ষ্যমাত্রা গতানুগতিক: ডিসিসিআই

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের জন্য নির্ধারিত রফতানির লক্ষ্যমাত্রা গতানুগতিক বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে এমন কথা জানিয়েছে ডিসিসিআই।


 
এতে বলা হয়, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৩৩ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে।   ২০১৪-১৫ অর্থবছরে যা ছিল ৩৩ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার, বছরের শেষে অর্জিত হয়েছে ৩১ দশমিক ১৯৮ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৫-১৬ অর্থবছরের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে ইপিবি, গত অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক মন্দা মোকাবেলার ধীরগতি, গ্রীসের অর্থনৈতিক সংকট পরিস্থিতির পাশাপাশি ইউরো এবং রুবলের দরপতন, ডলারের বিপরীতে টাকা শক্তিশালী এবং ২০১৫ সালের প্রথম দিকে রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলো বিবেচনায় এনেছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশি পণ্যের জন্য চিলি, আর্জেন্টিনা, জাপান, থাইল্যান্ড, কানাডা এবং নিউজিল্যান্ড প্রভৃতি দেশে শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকারের সুবিধা পেয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ক্ষেত্রে জিএসপি সুবিধা, জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশাধিকারের ক্ষেত্রে রুলস অব অরিজিনের সহজীকরণ এবং অাফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার অন্যান্য দেশগুলোতে নতুন নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে রফতানির এ লক্ষ্যমাত্রা আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

গত অর্থবছরে মোট রফতানি আয়ের ৮১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে, যেখানে বিজিএমইএ কর্তৃক প্রস্তাবিত ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিষয়টি ঘোষিত লক্ষ্যমাত্রায় প্রতিফলিত হয়নি।

এরইমধ্যে ঢাকা চেম্বারের পক্ষ থেকে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ৩০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করার একটি রূপকল্প প্রকাশ করা হয়েছে।

এ রূপকল্প বাস্তবায়ন করতে হলে, রফতানিমূলক খাতে বিনিয়োগ আকর্ষণ করা একান্ত অপরিহার্য।

ঢাকা চেম্বার মনে করে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ৩০তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে ২০১৭-১৮ অর্থবছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রায় ৪১ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ হওয়া উচিত।

২০২১ সালের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে জিডিপির প্রবৃদ্ধিকে ডাবল ডিজিটে উন্নীত করতে হলে উৎপাদনশীলখাত, কৃষি ও সেবা প্রভৃতি খাতের বহুমুখীকরণ একান্ত অপরিহার্য।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।