ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে জাপানের কাউ বিউটি সোপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
বাজারে জাপানের কাউ বিউটি সোপ ছবি: দেলােয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একশো ছয় বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ জাপানের কাউ ব্রাণ্ডের ‘কাউ বিউটি সোপ’ এখন বাংলাদেশের বাজারে। প্রায় সহস্রাধিক স্টোরে পাওয়া যাচ্ছে এ সাবান।



শনিবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে মিসমি কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড এ সোপ ব্রাণ্ডটি উন্মুক্ত করে।

সংবাদ সম্মেলনে মিসমি কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড’র চেয়ারম্যান মঈনুল তাহমিদ এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কাউ ব্র্যান্ড বিউটি সোপ কিয়োশিনশা কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট তেইজি মিয়াজাকি, পরিচালক ইউশিউকি মিয়াজাকি, ম্যানেজার শিঙ্গ নিনাগাওয়া, সিইও আব্দুস সালেক, মিসমি কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড পরিচালক মো. মমিনুল ইসলাম সুমন প্রমুখ।

কাউ ব্র্যান্ড বিউটি সোপ কোম্পানি ১৯০৯ সালে জাপানের কিয়োশিনশাতে প্রতিষ্ঠিত হয়। একশো ছয় বছর ধরে কাউ বিউটি সোপ উৎপাদন করে আসছে। এ ব্রাণ্ডের ব্লু মোড়কে ১শ ৩৫ গ্রামের সাবানটি বাজারে ১শ’ ৪০ টাকায় পাওয়া যাবে।

মিসমি কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড’র চেয়ারম্যান মঈনুল তাহমিদ বলেন, কাউ ব্র্যান্ড বিউটি সোপ কিয়োশিনশা কোম্পানির পণ্য বাংলাদেশে প্রবেশ করানো আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা পণ্যের সেবা দিয়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকবো। এ মুহূর্তে বাংলাদেশের মধ্যম আয়ের ভোক্তারা আমাদের লক্ষ্য। ২০১৬ সালে আমাদের লক্ষ্যমাত্রা ৪০ মিলিয়ন টাকা।

চেয়ারম্যান আরও জানান, মিসমি কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড জাপানি কাউ ব্র্যান্ড বিউটি সোপের একমাত্র আমদানিকারক ও পরিবেশক। শিগগিরই কাউ ব্র্যান্ড বিউটি সোপ কিয়োশিনশা কোম্পানির অন্যান্য পণ্য যেমন- লিকুইড বডি ওয়াশ, লিকুইড হ্যাণ্ড সোপ, ফেইসওয়াশ, মেকআপ রিমুভার, শ্যাম্পু, কণ্ডিশনার, শেভিং ক্রিমও বাজারে নিয়ে আনা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এসইউজে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।