ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের বিনিয়োগ ৪৯,৭৬২ কোটি টাকা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
ইসলামী ব্যাংকের বিনিয়োগ ৪৯,৭৬২ কোটি টাকা ছবি : সংগৃহীত

ঢাকা: ৩০ জুন ২০১৫ পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ও বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে যথাক্রমে ৫৯,৬৪৯, ও ৪৯,৭৬২ কোটি টাকায়। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৫% ও ১২% বেশী।



এ সময়ে আমদানি ও রফতানি বাণিজ্য হয়েছে যথাক্রমে ১৭,১৭০ কোটি ও ১১,০৬৪  কোটি টাকা এবং রেমিটেন্স আহরিত হয়েছে ১৬,৫৮০ কোটি টাকা।

শনিবার (১ আগস্ট ২০১৫) ইসলামী ব্যাংক টাওয়ারের মুহাম্মদ ইউনুছ অডিটরিয়ামে অনুষ্ঠিত ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল বাশার, হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ, আবদুস সাদেক ভুইয়া ও মো. শামসুজ্জামানসহ  উর্দ্ধতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের ১৪টি জোনের জোনপ্রধান, ৪টি কর্পোরেট শাখাপ্রধান ও নির্বাচিত শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।  

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, ইনসাফভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে। কল্যাণমূখী অর্থায়ন সেবার মাধ্যমে এ ব্যাংক বাংলাদেশে শিল্পায়ন, কৃষি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য প্রসারসহ মানুষের সার্বিক জীবনমান উন্নোয়নে ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক এখন বিশ্বের সেরা ১ হাজার ব্যাংকের তালিকায় ৯৫৪তম। যা দেশের ব্যাংকিং খাতের জন্য গর্বের বিষয়।

ইসলামী শরী’আহর বিধান ও ব্যাংকিং নীতিমালা পরিপালনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের ষোল কোটি মানুষের কল্যাণে আরো বেশি ভূমিকা পালন করতে তিনি ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।

মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক প্রকৃত সম্পদভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। আর্থিক খাতে ইসলামী শরী’আহর উদ্দেশ্য বাস্তবায়নে সকল কল্যাণমূখী উদ্যোগকে উৎসাহিত করে এ ব্যাংক।

মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনভিত্তিক উৎপাদনমূখী খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে তিনি জোনপ্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।