ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথমার্ধ্বের আর্থিক ফলাফল বিশ্লে¬ষণ এবং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‍এক্সিম ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিজিএমইএ ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। সম্মেলনে এক্সিম ব্যাংকের সব শাখা ব্যবস্থাপকগণসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও আঞ্চলিক ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ শহিদুল্লাহ, মোঃ নুরুল আমিন ফারুক, মোঃ হাবিব উল্লাহ ডন, মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়াসহ ব্যাংকের উপপরিচালকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম মজুমদার সব প্রতিকূলতাকে অতিক্রম করে বছরের প্রথমার্ধ্বে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য সবাইকে অভিনন্দন জানান। সেসঙ্গে তিনি শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা, সততা ও উদ্দীপনার সঙ্গে লক্ষ্য নির্ভর কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।