ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাগামহীন কাঁচা বাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
লাগামহীন কাঁচা বাজার ফাইল ফটো

ঢাকা: দিন যতোই পার হচ্ছে ততোই অস্থির হয়ে পড়ছে কাঁচা বাজার। কিছুতেই কাঁচা পণ্যের দামের লাগাম ধরে রাখা যাচ্ছে না।

পেঁয়াজ, কাঁচা মরিচ, ডিম, ডাল, সবজি, মাছসহ প্রতিটি পণ্যের দামই বাড়ছে। আর এই লাগামহীন দামে ক্রেতারা অতিষ্ঠ।
 
রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা বেড়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম। মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। পেঁপের দাম বেড়েছে এক কেজিতে ১৫ টাকা।
 
দুই একদিন পর পর বৃদ্ধি পাচ্ছে ডালের দাম। সাতদিনের ব্যবধানে ডিমের দাম বেড়েছে প্রতি চারটিতে দুই থেকে ৫ টাকা পর্যন্ত। তবে ব্রয়লার মুরগির মাংসের দাম ঠিক আছে।

শনিবার (০১ আগস্ট) বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। বিক্রেতাদের দাবি, লাগাতার বৃষ্টির কারণেই কাঁচাপণ্যের দাম এভাবে লাগামছাড়া হয়ে যাচ্ছে। আর ক্রেতারা মনে করছেন, যা বাড়ার কথা তার চেয়েও বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা।
 
বেসরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম বলেন, প্রতিদিনই কাঁচা পণ্যের দাম বাড়ছে। এভাবে দাম বাড়তে থাকলে আমাদের মতো সাধারণ ভোক্তাদের বেশ সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, এটা ঠিক যে, বৃষ্টির কারণে দাম বাড়ছে। কিন্তু তাই বলে এতো দাম বাড়বে!

সবজির বাজার
কেজিপ্রতি আলু (সাদা) ২২ টাকা থেকে ২৪ টাকা, বেগুন ৫০ টাকা থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা থেকে ৩৫ টাকা, শশা ২৫ থেকে ৩৫ টাকা, ঝিংগা ৪৫ টাকা থেকে ৫০ টাকা, কাঁচা পেঁপে ২৫ টাকা থেকে ৩৫ টাকা, বরবটি ৬০ টাকা থেকে ৭০ টাকা, কচুর লতি ৪০ টাকা থেকে ৪৫ টাকা, চিচিংগা ৫৫ টাকা থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪৫ টাকা থেকে ৫৫ টাকা, টমেটো ৭০ টাকা থেকে ৮০ টাকা, করল্লা ৫০ টাকা থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতিটি চাল কুমড়া ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে।
 
চাল-ডাল-তেলের বাজার
চালের বাজার ছাড়া প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে দাবি ক্রেতা ও বিক্রেতাদের। বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি সরু চাল (নাজিরশাইল) ৪৫ টাকা থেকে ৫২ টাকা, মিনিকেট ৪০ টাকা থেকে ৪৬ টাকা, মাঝারি (পারিজা, হাসকি, বি আর ২৮) ৩৪ টাকা থেকে ৩৮ টাকা, মোটা (গুটি স্বর্ণা) ৩০ টাকা থেকে ৩২ টাকা, সুগন্ধি (কালিজিরা, চিনিগুড়া) ৭০ টাকা থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর গম (লাল ও সাদা) বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৬ টাকা থেকে ৩২ টাকায়।
 
কেজিপ্রতি খোলা আটা ২৬ টাকা থেকে ৩০ টাকা, ময়দা ৩২ টাকা থেকে ৩৪ টাকা, পলিপ্যাক (আটা) ৩২ টাকা থেকে ৩৫ টাকা, ময়দা ৩৯ টাকা থেকে ৪৩ টাকায় বিক্রি হচ্ছে।
 
কেজিপ্রতি ডাল (মশুর দেশি) ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা, বিদেশি ১০০ টাকা থেকে ১১০ টাকা, মুগ (সরু) ১১০ টাকা থেকে ১১৫ টাকা এবং মোটা ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
 
প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) ৭৫ থেকে ৭৮ টাকা, পাম (খোলা)৬৩ থেকে ৬৫ টাকা, সরিষার ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মশলার বাজার
প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ টাকা থেকে ৬০ টাকা, আমদানিকৃত ৫০ টাকা থেকে ৫৫ টাকা, রসুন (দেশি) ৫৫ টাকা থেকে ৭০ টাকা, আমদানিকৃত ১০০ টাকা থেকে ১১০ টাকা, কাঁচা মরিচ ৭০ টাকা থেকে ৯০ টাকা, শুকনা মরিচ (দেশি) ১৩০ টাকা থেকে ১৬০ টাকা, আমদানিকৃত ১৬০ টাকা থেকে ১৭০ টাকা, আদা (আমদানিকৃত চায়না) ১২০ টাকা থেকে ১৩০ টাকা, ভারত ও ইন্দোনেশিয়া ৯০ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মাছের বাজার
রুই দেশি (এক থেকে দুই কেজি) ১৯০ টাকা থেকে ২৮০ টাকা, দেড় থেকে তিন কেজি (আমদানিকৃত) ১৮০ টাকা থেকে ২৬০ টাকা, কাতল দেশি (এক থেকে দুই কেজি) ১৯০ টাকা থেকে ২৯০ টাকা, পাংগাস (চাষ করা এক থেকে দুই কেজি) ১১০ টাকা থেকে ১৩০ টাকা, সিলভার কার্প ১৪০ টাকা থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মাংস-ডিমের বাজার
কেজিপ্রতি গরুর মাংস ৩৭০ টাকা থেকে ৪০০ টাকা, খাসি ৫০০ থেকে ৫৫০ টাকা, দেশি মোরগ/মুরগি ৩৪০ টাকা থেকে ৩৮০ টাকা, কক/সোনালী ২৩০ টাকা থেকে ২৭০ টাকা, ব্রয়লার মুরগি ১৪৫ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
 
প্রতি চারটি ডিম কিনতে খরচ করতে হচ্ছে (মুরগি, দেশি/সোনালী) ৪০ টাকা থেকে ৪২ টাকা, ফার্ম (লাল) ৩২ টাকা থেকে ৩৩ টাকা, হাঁস (দেশি) ৩৮ টাকা থেকে ৪২ টাকা।
 
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।