ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নূরুন নেওয়াজ সেলিম এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
নূরুন নেওয়াজ সেলিম এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত পরিচালক মো. নূরুন নেওয়াজ সেলিম

ঢাকা: এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালক মো. নূরুন নেওয়াজ সেলিম পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি তাকে এ পদে নির্বাচিত করা হয়।



মো. নূরুন নেওয়াজ সেলিম দেশের বিশিষ্ট শিল্পপতি ও শিল্পোদ্যোক্তা। বিগত চার মেয়াদে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।

তিনি ইলেক্ট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।