ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহ্‌জালাল ব্যাংকের অর্ধ-বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
শাহ্‌জালাল ব্যাংকের অর্ধ-বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

ঢাকা:  শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে ঢাকা সিটি ভিত্তিক শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহীদের অংশগ্রহণে ‘অর্ধ-বার্ষিক বিজনেস রিভিউ মিটিং-২০১৫’ অনুষ্ঠিত হয়।

সোমবার (০৩ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইউনুছ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেতাউর রহমান বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ কর্মকর্তা ও ব্যবস্থাপকদের কঠোর পরিশ্রম ও স্বচ্ছতার সঙ্গে গ্রাহক সেবা দেওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, ব্যাংক কোনো ট্রেডিং হাউজ নয়, ব্যাংক ব্যবসায় সেবার সঙ্গে মানবতা থাকতে হবে। সেইসঙ্গে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে হবে অধিক হারে। শিল্পক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ না দিলে দেশে শিল্পের প্রসার ঘটবে না। ব্যাংকগুলোও বিনিয়োগ করতে পারবে না ফলে ব্যাংকে অলস টাকার পাহাড় জমবে।

এসময় তিনি শ্রমঘন রপ্তানিমুখী শিল্প ও এসএমই খাতে বিনিয়োগের উপর অধিক গুরুত্বারোপ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী তার বক্তব্যে চলতি বছরের প্রথম ৬ মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন।

বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি।  

অনুষ্ঠানে ব্যাংকের ঢাকা সিটি ভিত্তিক শাখাগুলোর ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।