ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবির ‘ধন্যবাদ’ কর্মসূচিতে আইফোনে মূল্যছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
রবির ‘ধন্যবাদ’ কর্মসূচিতে আইফোনে মূল্যছাড়

ঢাকা: আইফোন কেনার ক্ষেত্রে সরাসরি নগদ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

রবির ‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় গ্রাহকরা শুধু আইফোন-৬ (১৬ জিবি, ৬৪ জিবি) ও আইফোন-৬ প্লাস (১৬ জিবি) কেনার ক্ষেত্রে অফারটি উপভোগ করতে পারবেন।



বুধবার (০৫ আগস্ট) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় প্লাটিনাম এইস গ্রাহকরা ১৫ হাজার টাকা ও প্লাটিনাম গ্রাহকরা ১২ হাজার টাকার নগদ মূল্যছাড় পাবেন।

গ্রাহকরা দুটি অফারের মধ্যে কোনটি গ্রহণ করতে পারবেন তা জানার জন্য ‘সিএটি’ লিখে ১২১৩ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে গ্রাহকরা ধন্যবাদ কর্মসূচিতে তার অবস্থান জানতে পারবেন।

শুধু গুলশান, মিরপুর, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি, পল্টন, উত্তরা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও মুরাদপুরে অবস্থিত রবি সেবাকেন্দ্রে এই মূল্যছাড়ের অফার উপভোগ করা যাবে।

গ্রাহকরা নগদ টাকা, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।

এছাড়া স্ট্যানচার্ট, অ্যামেক্স, ইবিএল’র কার্ডে কোনো রকম সুদ ছাড়াই (ব্যাংকের ইএমআই নীতিমালা অনুযায়ী) মূল্য পরিশোধ করতে পারবেন। ইএমআই প্রযোজ্য হবে ৬ মাসের জন্য।

অফারের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ দুটি হ্যান্ডসেট কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।