ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নভেম্বরে বাংলাদেশে আসছে হাজার কোম্পানি

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
নভেম্বরে বাংলাদেশে আসছে হাজার কোম্পানি ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ‘বাংলাদেশ ডেনিম এক্সেপো’ মানেই আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের এ দেশে আগমন। চলতি বছরের নভেম্বর মাসে দ্বিতীয় দফার এ মেলার আয়োজন করা হয়েছে।

এ প্রদর্শনীতে অংশ নিতে প্রায় এক হাজার কোম্পানি বাংলাদেশে আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক বাজারে এ মেলার চাহিদা অনেক বেশি। তাই বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৫ এর দ্বিতীয় দফার আয়োজন করা হবে বসুন্ধরা কনভেনশন সিটিতে। স্টলের সংখ্যাও দ্বিগুণ করা হচ্ছে। সর্বশেষ ডেনিম এক্সপোতে স্টল ছিলো ২৫টি, যা আসন্ন মেলায় বাড়িয়ে ৫০টি করা হবে বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্য সারোয়ার জাহান।

বাংলাদেশ ডেনিম এক্সপোর চট্টগ্রাম খুলশি কার্যালয়ে মেলার প্রস্তুতি নিয়ে চলছে নানা আয়োজন। মেলার পরিকল্পনাসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত কমিটি। জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হয়েছে মেলার
অনলাইন রেজিস্ট্রেশন।

সারোয়ার জাহান বাংলানিউজকে জানান, সর্বশেষ ডেনিম এক্সপো হয়েছিলো চলতি বছরের ১১ ও ১২ মে। মেলায় ৪০টি দেশের মোট ৭৬৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিলেন। মেলা পরিদর্শকের সংখ্যা ছিলো ২ হাজার ৮৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ শতাংশ পরিদর্শক এসেছিলো জার্মানি থেকে। চায়না ও তুরস্ক থেকে আসা পরিদর্শকের সংখ্যা ছিলো ১৬ শতাংশ করে।

স্টলের সংখ্যা দ্বিগুণ করায় এবার এক হাজারের বেশি কোম্পানি মেলায় অংশ নেবে বলে আশা করছেন তিনি।

মেলার নিরাপত্তা ইস্যুতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মেলা কমিটি বাংলানিউজকে জানিয়েছে, এ মেলা সাধারণের জন্য উন্মুক্ত নয়। মেলায় অংশগ্রহণকারী ও পরিদর্শকদের আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। সেজন্য আমরা স্বনামধন্য ও ছোট-বড় সব কোম্পানির সঙ্গে যোগাযোগ করি। তার ভিত্তিতে ইনভাইটেশন লেটার তৈরি করি। এ ইনভাইটেশন লেটার আমাদের অনলাইনে থাকে। আমাদের ইনভাইটেড গেস্টের বাইরে কেউ এ মেলায় ঢুকতে পারবে না। মেলায় প্রায় সব ক্রেতাই বিদেশি হওয়ায় নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হয় না। কারণ এর সঙ্গে দেশের ইমেজ জড়িত।

মেলায় স্টল নিতে আগ্রহী পোশাক শিল্পের উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হয়। দুইদিনব্যাপী মেলায় দুই ধরনের স্টল থাকবে। এ গ্রেডের স্টলের আয়তন হবে ২০ স্কয়ার ফিট, যার জন্য ফি দিতে হবে ১০ হাজার ডলার। আর বি গ্রেডের স্টলের আয়তন হবে ১২ স্কয়ার ফিট, যার জন্য স্টল মালিকদের গুনতে হবে ৭ হাজার ডলার।

উল্লেখ্য, প্রতি ছয় মাস পরপর দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো’র  আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
ইউএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।