ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝালকাঠিতে এক্সিম ব্যাংকের শাখার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ঝালকাঠিতে এক্সিম ব্যাংকের শাখার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠিতে এক্সিম ব্যাংকের ৯০তম শাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে ফিতা কেটে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডা. হায়দার আলী মিয়া।



শহরের ডাক্তারপট্টি সড়কে ব্যাংকের স্থানীয় শাখায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ ‍ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ প্রফেসর এসএম শাহজাহান, ঝালকাঠি চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি মাহাবুব হোসেন, বর্তমান সহ সভাপতি শাহ আলম শাহীন, এপিপি এম আলম খান কামাল, ব্যাবসায়ী মু. মনিরুল ইসলাম তালুকদার।

এ সময় ঝালকাঠিসহ সারাদেশের গ্রাহকদের উত্তম ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার করে ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।