ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রবাসী শ্রমিকরা প্রবৃদ্ধি অর্জনের সহায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
প্রবাসী শ্রমিকরা প্রবৃদ্ধি অর্জনের সহায়ক ড. আতিউর রহমান / ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশে উচ্চতর টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে উদ্যোমী তরুণ উদ্যোক্তা এবং প্রবাসী শ্রমিকরা। ব্যবসার ক্ষেত্রে তারা যুগান্তকারী পরিবর্তন এনেছেন।

 

মালয়েশিয়ায় সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’র (এনআরবি সেন্টার) উদ্যোগে আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০১৫’ এ এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

তিনি বলেন, হাইকমিশন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ের ভিত্তিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সব ব্যাংকের অংশগ্রহণে একটি নতুন ঋণ চালু করা হচ্ছে। এটি চালু করা হচ্ছে মূলত মালয়েশিয়ার বাজারকে চাঙ্গা করার জন্য।

অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সরকারের একটি প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন গভর্নর।

তিনি বলেন, একটি চ্যালেঞ্জ তহবিলের মাধ্যমে দশ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে।

‘মালয়েশিয়ার সরকার ও নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ, ডিজিটাল ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগ চুক্তি করতে পারলে শিগগিরই মালয়েশিয়া হবে বাংলাদেশের রেমিট্যান্স আয়ের অন্যতম বৃহৎ উৎস,’ যোগ করেন ড. আতিউর।

এনআরবি সেন্টারের চেয়ারপারসন শেকিল চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার শহীদুল ইসলাম, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ প্রমুখ। -বিজ্ঞপ্তি।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।