ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
কৃষি ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কৃষি ব্যাংকের দিনব্যাপী 'বার্ষিক সম্মেলন-২০১৫' ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রোববার(৯ আগস্ট’২০১৫) অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যরা, উপব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান ও গান্ধী কুমার রায়।

ব্যাংকের সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, করপোরেট শাখা প্রধান ও আঞ্চলিক ব্যবস্থাপকসহ আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তারাও এতে অংশ নেন।

ব্যাংকের চেয়ারম্যান প্রতিষ্ঠানটির ভেতরে গুণগত পরিবর্তনের মাধ্যমে ব্যাংককে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।