ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে বিএটিবি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে বিএটিবি

ঢাকা: জাতীয় অর্থনৈতিক উন্নয়নে এবং পণ্যের গুণগতমান রক্ষার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ বৃহৎ শিল্প হিসাবে  সরকারের “ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড - ২০১৩”এর ‘এ’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবি)।

গত ৯ আগস্ট, রোববার হোটেল পূর্বানীতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে বিএটিবি’র পক্ষে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ নেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন।



উৎপাদনশীলতার উন্নয়নে যথাযথ কৌশল উদ্ভাবন ও নীতিমালা প্রণয়ণ করায় এবং পণ্যের গুণগতমান বজায় রাখায় শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশান (এনপিও) কর্তৃক এ সম্মাননা দেয়া হয় বিএটিবিকে। মোট ৬টি ক্যাটাগরিতে ১৭টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।