ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলালিংক গ্রাহকদের জন্য সাকিব-শিশিরের অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
বাংলালিংক গ্রাহকদের জন্য সাকিব-শিশিরের অফার

ঢাকা: মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন ক্রিকেট বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে শিশির।

ভালোবাসার মতো মধুর ও চিরন্তন সম্পর্ককে নিয়ে চিত্রায়িত বিজ্ঞাপনটিতে দেখা যায়, বাংলালিংক নম্বরে মাত্র ২৯ টাকা রিচার্জ করে গ্রাহকরা বাংলালিংক নম্বরে ২৫ পয়সা/মিনিট, ২৫ পয়সা/এসএমএস দিন-রাত ২৪ ঘণ্টা।

এছাড়া পাওয়া যাবে যে কোনো ইন্টারনেট প্যাক কিনলেই ২৫ শতাংশ বোনাস।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে দর্শকদের কাছে খুব দ্রুত এই বিজ্ঞাপনটি পৌছাঁচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যই  জানিয়েছে বাংলালিংক।

এই প্রথম বাস্তব জীবনের মতো বিজ্ঞাপনেও সস্ত্রীক জুটি বাধায় বিজ্ঞাপনেই দর্শক প্রথমবারের মতো দেশের বহুল আলোচিত এই তারকা দম্পত্তিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছেন।

সাকিব তার ফেসবুক পেজে এই বিজ্ঞাপন শেয়ার করেছেন তার ভক্তদের জন্যে যেখানে তিনি বলেন, এটি আমাদের একসাথে করা প্রথম কাজ; যে কোনো কিছু প্রথমবারের মতো করতে পারার আনন্দ সবসময় একটু অন্যরকম।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমআইএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।