ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী রাষ্ট্র হবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী রাষ্ট্র হবে বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চমানের একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

তিনি বলেন, ভিশন-২১ বাস্তবায়নে আমরা প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ একযোগে কাজ করে যাচ্ছি।



বুধবার (১২ আগস্ট) বেনাপোল কাস্টমস কমিশনারের আয়োজনে রাজস্ব সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান আরো বলেন, দেশ আজ দ্রতগতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা নিম্ন মধ্যআয়ের দেশে বসবাস করছি। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে করদাতার সংখ্যা বাড়াতে হবে। এ জন্য সবাইকে বেশি বেশি রাজস্ব দিতে হবে।

বেনাপোল কাস্টমস কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডার ব্রি. জে. দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম, পুলিশের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব, যশোর ভ্যাট কমিশনার জামাল হোসেন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, বোনপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিঅ্যান্ডএফ  এজেস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা প্রমুখ।

অনুষ্ঠানে বেনাপোলের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান, বন্দর ব্যবহারকারী সংগঠন,  করদাতা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার যশোর ও বেনাপোলের রাজস্ব কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

পরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিতরা আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বৈধ সুবিধা ও বিভিন্ন প্রকারের হয়রানির বিষয় তুলে ধরে তা অবসানের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।