ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তসরিফা ইন্ডাস্ট্রিজের এজিএম ২১ সেপ্টেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
তসরিফা ইন্ডাস্ট্রিজের এজিএম ২১ সেপ্টেম্বর

ঢাকা: বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, ভেন্যু ও রেকর্ড ডেট ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ।

আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে এজিএম।

এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ আগস্ট।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।

কোম্পানিটির আইপিও-পূর্ববর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৩ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩৭ টাকা ৪৪ পয়সা। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ৩ টাকা ৯০ পয়সা।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।