ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিটিআই- লাফার্জ সুরমা সিমেন্ট চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
বিটিআই- লাফার্জ সুরমা সিমেন্ট চুক্তি সই

ঢাকা: শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লি. (বিটিআই) এর সঙ্গে সম্প্রতি সমঝোতা চুক্তি সই করেছে বহুজাতিক সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড (এলএসসি)।  

চুক্তি অনুসারে বিটিআই এখন থেকে সকল নির্মাণ কাজে লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে।

এলএসসি’র ফিন্যান্স ডিরেক্টর মাসুদ খান এবং বিটিআই’র নির্বাহী পরিচালক (কনসট্রাকশন) মো: শরিফুর রহমান নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।

গুলশানের সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে উভয় কোম্পানির পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২ প্রতিষ্ঠানই মনে করছে, এই সমঝোতা স্মারক সই হওয়ার মাধ্যমে দুটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড এর সংযোগ ঘটলো এবং গ্রাহকদের জন্য উন্নততর বসবাসের অভিজ্ঞতার সুযোগ তৈরি হলো যার ইতিবাচক প্রভাব দেশের আবাসন শিল্পে পড়বে।    

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।