ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নভেম্বরে ব্যাংকিং মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
নভেম্বরে ব্যাংকিং মেলা

ঢাকা: চলতি বছরর নভেম্বর মাসে সাতদিনব্যাপী ব্যাংকিং মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট সম্মেলনে (২০১৫) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


 
তিনি জানান, রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হবে। দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেবে।
 
মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের চালু করা বিভিন্ন ঋণ প্রকল্প ও কর্মকাণ্ড প্রদর্শন করবে। বিবিটিএ’র উদ্যোগে প্রতিদিন একটি করে সেমিনার অনুষ্ঠিত হবে। আলোচনা হবে ব্যবসায়ীক বিভিন্ন বিষয়ে। সেখানে উদ্যোক্তা ও বিভিন্ন ব্যবসায়ীরা অংশ নিতে পারবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।