ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের ‘হজ বুথ ২০১৫’ উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকের ‘হজ বুথ ২০১৫’ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে রোববার(১৬ আগস্ট’২০১৫) উত্তরাস্থ আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ ২০১৫’ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে হজ বুথ উদ্বোধন ও হাজীদের মাঝে উপহার বিতরণ করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।



এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জলিলের সভাপতিত্বে এ আয়োজনে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এবং ভাইস প্রেসিডেন্ট সি জি এম আসাদুজ্জামান।

উল্লেখ্য, বিগত বছরের ন্যায় এবারও উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ বিষয়ক তথ্যসেবা প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা সার্বক্ষণিকভাবে প্রদান করবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।