ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আসছে ১৬ হাজার কোটি টাকা ঋণ-অনুদান

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আসছে ১৬ হাজার কোটি টাকা ঋণ-অনুদান

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরে ১১টি প্রকল্পের বিপরীতে প্রায় ২০০ কোটি ডলার ঋণ ও অনুদান দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। স্থানীয় বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬ হাজার কোটি টাকা (১ ডলার সমান ৮০ টাকা ধরে)।


 
ঋণ-অনুদান চুক্তিসহ যাবতীয় কার্যক্রম বিষয়ে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের সঙ্গে বুধবার (১৯ আগস্ট) শেরে বাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকটিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি’র সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি জোহানেস জাট প্রতিনিধিত্ব করবেন।
 
ইআরডি সূত্রে জানা গেছে, আঞ্চলিক কানেক্টিভিটিতে ১৫ কোটি ডলার, যমুনা নদীর বাঁধ রক্ষায় ৬০ কোটি ডলার, দক্ষতা এবং কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিতে অতিরিক্ত ১০ কোটি  ডলার, নির্বাচিত কলেজের উন্নয়নে ১০ কোটি ডলার, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অতিরিক্ত ১৮ কোটি ডলার, ঘোড়াশালে চতুর্থ ইউনিট বিদ্যুৎকেন্দ্র সংস্কারে ২৫ কোটি ডলার এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক।
 
এছাড়া নদীতে পরিবহন ব্যবস্থার উন্নয়নে ২১ কোটি ডলার, জলবায়ু ও আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়নে ৭ কোটি ডলার, বস্তিবাসীর জীবনমান উন্নয়নে ৫ কোটি ডলার ও বীমা খাতের উন্নয়নে ৫ কোটি ডলার দেবে সংস্থাটি।
 
এ বিষয়ে ইআরডি’র অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম বাংলানিউজকে বলেন, পাইপ লাইনে থাকা প্রকল্পগুলো নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার। প্রকল্পের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ জড়িত। বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে তাদের অবহিত করা হয়েছে।
 
ইআরডি সূত্রে আরও জানা গেছে, মোট ১৩টি প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি প্রকল্পে ঋণ ও অনুদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। বাকি দু’টি প্রকল্পে ঋণ ও অনুদানের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের মধ্যে আলোচনা চলছে।
 
প্রকল্প দু’টি আসবে ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট থেকে। দু’টি প্রকল্পেই অর্থায়ন করতে চায় বিশ্বব্যাংক। কিন্তু এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইআরডি ও বিশ্বব্যাংক। এ বিষয়ে গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ‍মুহিত ও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের আবাসিক প্রতিনিধি জোহানেস জাটের মধ্যে বৈঠক হয়েছে।
 
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ২০০৮ সালে বিশ্বব্যাংক সর্বশেষ বাজেট সাপোর্ট দিয়েছিল। এবারও বাজেট সাপোর্ট দেওয়া বিষয়ে আলোচনা চলছে। তবে বিশ্ববব্যাংক কতো টাকা দেবে সেই ফিগার এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি এখনও প্রাথমিক অবস্থায় আছে।
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।