ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হজযাত্রীদের জন্য রবির সাশ্রয়ী ডাটা রোমিং সুবিধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
হজযাত্রীদের জন্য রবির সাশ্রয়ী ডাটা রোমিং সুবিধা

ঢাকা: হজযাত্রীদের জন্য মাসিক এবং দৈনিক ডাটা রোমিং প্ল্যান নিয়ে বিশেষ হজ রোমিং অফার চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

সহজ এবং সাশ্রয়ী আর্ন্তজাতিক রোমিং অফারের আওতায় হজযাত্রীরা এ প্যাকেজ সুবিধা উপভোগ করতে পারবেন।



মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিগত বছরগুলোর মতো এবারও বাংলাদেশের হজযাত্রীদের জন্য সহজ এবং সাশ্রয়ী হজ রোমিং অফার নিয়ে এসেছে রবি। দেশে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতেই এ অফার চালু করা হয়েছে।

হজ রোমিং অফারের আওতায় রয়েছে-সৌদি আরব থেকে সৌদি আরব ও সেখান থেকে বাংলাদেশে প্রতি মিনিট ১৫টাকায় আউটগোয়িং এবং বাংলাদেশে থেকে প্রতি মিনিট ১৬টাকায় ইনকামিং কল সুবিধা।

এই সহজ অফারের আওতায় প্রতিটি এসএমএস এ ১৫ টাকা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকরা একটি অনন্য ট্যারিফের পাশাপাশি দুটি সহজ ডাটা প্ল্যান থেকে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। তবে ডাটা প্ল্যানটি শুধুমাত্র রবির পোস্ট-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।

হজযাত্রীরা *১৪০*১০*৪# ডায়াল করে সাশ্রয়ী রোমিং কলরেটের মাসিক আনলিমিটেড ডাটা প্ল্যানটি চার হাজার টাকায় পেতে পারেন।

এক মাসেরও বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থানকারী হজ যাত্রীদের জন্য এই বিশেষ অফারটি খুবই উপযোগী বলে জানায় রবি।  

এছাড়া হজযাত্রীরা *১৪০*১০*৩# ডায়াল করে দৈনিক আনলিমিটেড ডাটা প্ল্যান নিতে পারেন। একই কলরেটে ‘নো ইউজ নো পে’ সুবিধায় প্রতিদিন ৮০০ টাকায় এ সেবাটি পাওয়া যাবে।

বিস্তারিত তথ্য ও হজ রোমিং অফার চালু করতে http://www.robi.com.bd/en/going-abroad/hajj-roaming লিংকে ক্লিক করুন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।