ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মনোহরদীতে ইসলামী ব্যাংকের ২৯৫তম শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
মনোহরদীতে ইসলামী ব্যাংকের ২৯৫তম শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নরসিংদীর মনোহরদীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৯৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান এ শাখার উদ্বোধন করেন।



ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মো. মনজুর ইলাহী, মনোহরদী পৌরসভা মেয়র মো. আলফাজ উদ্দিন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোন প্রধান মো. ওবায়দুল হক, মনোহরদী কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, নারী উদ্যোক্তা নাসিমা পারভীন, শিক্ষাবিদ নেপাল চন্দ্র দেবনাথ প্রমুখ বক্তব্য দেন।

এদিকে শাখা উদ্বোধন উপলক্ষে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

সোমবার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান।

এতে মূল প্রবন্ধ উত্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোন প্রধান মো. ওবায়দুল হক।

আলোচনায় অংশ নেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।