ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ফখরুল ইসলাম-সভাপতি, মোস্তফা কামাল সাধারণ সম্পাদক

ঢাকা: বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে আয়ুর্বেদীয় ফার্মাসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী এবং সাধারণ সম্পাদক পদে রাজ কামাল ফুড প্রোডাক্টসের মালিক মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হলেন প্রাণ এগ্রো লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, সহ-সভাপতি মেসার্স বনফুল অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার এম এ মোতালেব, কোষাধ্যক্ষ ইজি কুক ফুড প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু।



কার্যনির্বাহী কমিটি সদস্যরা হলেন : বম্বে সুইটস্ অ্যান্ড কোং লিমিটেডের হেড অব মার্কেটিং ডি ডি ঘোষাল, মেসার্স রমনী কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মো. নুরুল মঈন মিনু, ফারহান এগ্রো প্রসেসরের স্বত্বাধিকারী নাজমুল হক, মেসার্স স্বরনিকা এন্টারপ্রাইজের প্রোপাইটার মাসুদুর রহমান, ইটিসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী একরামুল ইসলাম, মেরিডিয়ান ফুডস্ লিমিটেডের চেয়ারম্যান কোহিনূর কামাল, প্রমি এগ্রো ফুডস লিমিটেডের চেয়ারম্যান এনামুল হাসান খান, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মাজেদ. স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (রপ্তানি) খুরশীদ আহমাদ ফরহাদ, এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডাইরেক্টর অনুপ কুমার সাহা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।