ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুলাইয়ে রেমিটেন্সে শীর্ষে মধ্যপ্রাচ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
জুলাইয়ে রেমিটেন্সে শীর্ষে মধ্যপ্রাচ্য

ঢাকা: চলতি অর্থবছরের জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা ১শ ৩৮ কোটি ৯৫ লাখ ডলার (প্রায় ১০ হাজার ৮শ ২৬ কোটি টাকা) রেমিটেন্স পাঠিয়েছেন।

এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ থেকে এসেছে ৭৮ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ছয় হাজার ১শ ১৬ কোটি টাকা)।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে শীর্ষ অবস্থানে থাকা সৌদি আরব থেকে এসেছে ২৭ কোটি ৪৩ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে ২৪ কোটি ৫৬ লাখ ডলার এসেছে।

এরপরই রয়েছে কুয়েত, ওমান, বাহরাইন ও কাতারের স্থান। কুয়েত থেকে নয় কোটি, ওমান থেকে আট কোটি ৯৪ লাখ, বাইরাইন থেকে পাঁচ কোটি ও কাতার তিন কোটি ২৯ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এছাড়াও একই মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে ২৩ কোটি ২৯ লাখ ডলার। এছাড়া যুক্তরাজ্য থেকে আট কোটি ২৪ লাখ ডলার, মালয়েশিয়া থেকে ১৩ কোটি ৫২ লাখ, সিঙ্গাপুর থেকে তিন কোটি ৫৫ লাখ, ইতালি থেকে দুই কোটি ৪৪ লাখ ও অন্য দেশ থেকে ৭৮ কোটি ৭৪ লাখ ডলার রেমিটেন্স এসেছে।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।