ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকার গবেষণা ব্যয়কে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
সরকার গবেষণা ব্যয়কে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ফটো)

ঢাকা: সরকার গবেষণা ব্যয়কে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখে। অর্থনৈতিক চাহিদার সঙ্গে মিল রেখে গবেষণার বিষয়বস্তু ঠিক করতে হবে এবং গবেষণার মাধ্যমেই সক্ষমতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে বলে জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।



বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ৯৭তম বোর্ড অব ট্রাস্টিজ বৈঠকে এ কথা জানান মন্ত্রী।

বাণিজ্যিক গবেষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে বিআইডিএস ৩০টি গবেষণা  সমীক্ষা পরিচালনা করবে। এজন্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে বিআইডিএস কে চলতি বছর অতিরিক্ত ১৫ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেবে সরকার। আগের অর্থবছর গুলোতে এ খাতে বিআইডিএস কে গড়ে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এ বছর তা বাড়ানো হলো।

পরিকল্পনা মন্ত্রী আক্ষেপ করে বলেন, পৃথিবীতে বছরে ৮৮ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় অথচ আমরা তার বিস্তারিত জানি না। তাহলে আমাদের সক্ষমতা কোথায়?

মন্ত্রী আরো বলেন, অন্যান্য গবেষণায় যাই হোক, পর্যটন বিষয়ে কার্যকর গবেষণায় আমরা একেবারেই পিছিয়ে আছি। এ ব্যাপারে বিআইডিএস’র গবেষণা থাকা উচিত। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় কোন কোন ক্ষেত্রে আরো বাড়ানো যায় সে ব্যাপারেও বিস্তারিত গবেষণা হওয়া উচিত। গবেষণা ক্ষেত্র ঠিক করে প্রয়োজনীয় ব্যয় নির্ধারণ করে বিআইডিএস’র প্রকল্প প্রস্তাব নিয়ে আসা উচিত। তাহলে, গবেষণা কার্যক্রম আরো নিরবচ্ছিন্ন হবে।

বোর্ড অব ট্রাস্টিজ সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান গবেষণা বরাদ্দ বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, এর মধ্য দিয়ে বিআইডিএস কে গবেষণা ক্ষেত্রে সেন্টার অব একসিলেন্স হিসেবে তৈরির প্রক্রিয়া শুরু হলো। দেশি-বিদেশি সব গবেষককে সঙ্গে নিয়েই বিআইডিএস কে এগিয়ে যেতে হবে।

চলতি বছরের নভেম্বর থেকে ডেভেলপমেন্ট স্টাডিস ও ফিনানসিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে বিআইডিএস এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু করতে যাচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

এ ব্যাপারে বিআইডিএস’র সহকারী পরিচালক ড. খান আহমেদ সাঈদ মুরশিদ জানান, কোর্সের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে পরিকল্পনা বিভাগে নথি পাঠানো হয়েছে। প্রতিটি বিষয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে মাস্টার্স
কোর্সটি চালু হবে।

এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, পরিকল্পনা বিভাগের সচিব শফিকুল আজম, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এমআইএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।