ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুন্সিগঞ্জের মুক্তারপুরে এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
মুন্সিগঞ্জের মুক্তারপুরে এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকা: মুন্সিগঞ্জের মুক্তারপুরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ৯২তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (আগস্ট ২০, ২০১৫) প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন আইবিসিএফ-এর ভাইস চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের মহাসচিব এ কে এম নূরুল ফজল বুলবুল।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক খন্দকার মোঃ সাইফুল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম নূরুল ফজল বুলবুল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এক্সিম ব্যাংকের বিশেষ অবদানের কথা তুলে ধরেন। তিনি মুন্সিগঞ্জবাসীকে এক্সিম ব্যাংকের সাথে ব্যাংকিং করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমি এহসানুল হকসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।