ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণের দাম বাড়লো ভরিতে দেড় হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
স্বর্ণের দাম বাড়লো ভরিতে দেড় হাজার টাকা ফাইল ফটো

ঢাকা: ধারাবাহিকভাবে পতনের পর রোববার (২৩ আগস্ট) থেকে আবার বাড়ছে স্বর্ণের দাম। শনিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।



এবার প্রতিভরি সনাতনী পদ্ধতির স্বর্ণে ১ হাজার ২২৪ টাকা এবং অন্য ক্যারেটের স্বর্ণে ১ হাজার ৫১৬ টাকা করে বেড়েছে। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ২৭৩ টাকা দরে। গত ৫ আগস্ট থেকে শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪১ হাজার ৭৫৭ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৩৯ হাজার ৬৬৫ টাকার বদলে ৪১ হাজার ১৭৩ টাকা দরে বিক্রি হবে।

১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৪ হাজার ৫২৫ টাকায়। শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৩৩ হাজার ৯ টাকা। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২১ হাজার ৮৭০ টাকার বদলে এখন তা ২৩ হাজার ৯৪ টাকায় বিক্রি হবে।

এদিকে রোববার থেকে স্বর্ণের পাশাপাশি বাড়ছে রুপার দামও। আগে প্রতিভরি রুপার দাম ছিল ৯৩৩ টাকা। রোববার থেকে তা বিক্রি হবে ৯৯১ টাকায়। অর্থাৎ প্রতিভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।

এর আগে, চলতি মাসের ৬ আগস্ট দুই সপ্তাহের ব্যবধানে কমে স্বর্ণের দাম। তখন প্রতিভরি সনাতনী পদ্ধতির স্বর্ণে ৯৯১ টাকা ও ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনায় কমে ১ হাজার ২২৫ টাকা করে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসই/আইএ

** ফের সোনার দাম কমলো ভরিতে ১২২৫ টাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।