ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর নির্দেশিকা প্রকাশ করেছে এনবিআর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আয়কর নির্দেশিকা প্রকাশ করেছে এনবিআর

ঢাকা: আয়কর রিটার্ন ফর্ম কীভাবে পূরণ করে কোথায় দাখিল করতে হয়- এ সম্পর্কিত স্বচ্ছ ধারণা না থাকায় অনেক করদাতাই কর প্রদানে বিরত থাকেন। ফলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।


 
এজন্য ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ণ পূরণের নিয়ম এবং আয়কর অধ্যাদেশ ও আয়কর বিধিমালায় আনা পরিবর্তনসমূহ সহজভাবে বোঝার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের ওয়েবসাইটে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।

রোববার (২৩ আগস্ট) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
 
আয়কর রিটার্ন কী, রিটার্ন দাখিলের যোগ্যতা, সময়সীমা, রিটার্ন দাখিলের ব্যর্থতায় জরিমানা, রিটার্নের সঙ্গে কী কী কাগজপত্র জমা দিতে হয়, কোন কোন খাতে বিনিয়োগ করলে কর অব্যাহতি পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে উদারহণসহ আলোচনা করা হয়েছে এ নির্দেশনায়।
 
এ ছাড়া ইটিআইএন ফর্ম ও আয়কর রিটার্ন ফর্ম কীভাবে পূরণ করতে হয়, বেসরকারি চাকরিজীবী, শিক্ষক, গৃহসম্পত্তি থেকে আয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন খাতে আয় নিরূপণের তথ্য উদাহরণসহ বিস্তারিতভাবে এনবিআর ওয়েসাইটে প্রকাশিত এ নির্দেশনায় দেওয়া হয়েছে।
 
বিস্তারিত দেখতে নিচের লিংকটিতে ক্লিক করতে পারেন- http://www.nbr.gov.bd/contents/publication/105.pdf
 

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এডিএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।