ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেঁয়াজের রফতানিমূল্য বাড়ালো ভারত

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
পেঁয়াজের রফতানিমূল্য বাড়ালো ভারত ছবি: সংগৃহীত

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানির ক্ষেত্রে মেট্রিকটনপ্রতি ২৭৫ মার্কিন ডলার (২১ হাজার ৩৮৮ বাংলাদেশি টাকা) দাম বাড়িয়েছে ভারত সরকার।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এক মেট্রিকটন পেঁয়াজের রফতানিমূল্য ৭০৫ মার্কিন ডলার  (৫৪ হাজার ৮৬১ টাকা), যা আগে ছিল ৪৩০ মার্কিন ডলার (৩৩ হাজার ৪৪৪ টাকা)।



নতুন এ রফতানিমূল্য মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে কার্যকর হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় হিলি কাস্টমসে একটি চিঠি দেওয়া হয়েছে। ভারতের বাজারে পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রুখতে এবং পণ্যটির রফতানিকে নিরুৎসাহিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার আগের নির্ধারিত ৪৩০ মার্কিন ডলার মূল্যে পেঁয়াজ আমদানি করা হয়েছে। কিন্তু সন্ধ্যায় ভারতের কৃষিজাত পণ্যের মূল্য নির্ধারণী সংস্থা (ন্যাফেড) থেকে পেঁয়াজের রফতানিমূল্য ৪৩০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৭০৫ মার্কিন ডলার নির্ধারণ করে একটি চিঠি হিলি কাস্টমসে দেওয়া হয়।

হারুন উর রশীদ বলেন, এ চিঠি দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে ভারত সরকারের বেধে দেওয়া নতুন রফতানিমূল্যে পেঁয়াজ আমদানি করতে হবে। তবে, দেশের বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে পুরনো এলসিগুলো বাস্তবায়ন (এমেন্ডমেন্ট) করে নতুন মূল্যে পেঁয়াজ আমদানি করা হবে। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দামে খুব একটা প্রভাব পড়বে না।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।