ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেরাণীগঞ্জের আটি বাজারে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
কেরাণীগঞ্জের আটি বাজারে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেরাণীগঞ্জের আটি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ২৯৭তম শাখা খোলা হয়েছে।

২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার ব্যাংকের ডাইরেক্টর ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোনপ্রধান মো. ওবায়দুল হক, আটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. জাকির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন এতে বক্তব্য রাখেন।

স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবি, ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

মো. আবদুস সালাম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী শরীআহ ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল আইন, নীতিমালা ও নিয়মাচার পরিপালনের মাধ্যমে সকল কাজে এ ব্যাংক স্বচ্ছতা, জবাবদিহীতা ও সুশাসনের সংস্কৃতি চালু করেছে। ফলে আমদানি-রফতানি বাণিজ্যে ও রেমিট্যান্স আহরণে এ ব্যাংকের অবস্থান শীর্ষে এবং দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে এ ব্যাংক সমাদৃত ও প্রশংসিত হচ্ছে।

মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, বণ্টনমূলক সুবিচার নিশ্চিত করার মাধ্যমে একটি দরদী ও মানবিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করতে কাজ করছে ইসলামী ব্যাংক। শুধুমাত্র শহরকেন্দ্রীক উন্নয়ন নয় বরং পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইসলামী ব্যাংক ১৯ হাজার গ্রামে ১০ লক্ষাধিক প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।