ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ

ঢাকা: রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলছে। গত তিনদিনে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ২৫ থেকে ৩০টাকা।



ভারতীয় পেঁয়াজের দাম বাড়ার কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ অন্যান্য বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, পেঁয়াজের মান ও দোকান ভেদে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭২ থেকে ৭৪ টাকায়। আর দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৭৪-৮০ টাকায়। কিন্তু গত শনিবারও কারওয়ান বাজারে পেঁয়াজের পাইকারি দর ছিল কেজি প্রতি ৫৪-৬২ টাকা।

দাম বৃদ্ধি প্রসঙ্গে কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা কবির সরদার বাংলানিউজকে বলেন, পেঁয়াজের দাম বাড়ার ক্ষেত্রে ভারতীয় পেঁয়াজের দামের একটা ভূমিকা রাখছে। আমরা বেশি দামে কিনছি বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে ২০১৪-১৫ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে ১৯লাখ ৩০হাজার টন। আর ভারত থেকে আমদানি করা হয়েছে ৫লাখ ২৪হাজার টন পেঁয়াজ। এছাড়া গত ছয় মাসে ৩লাখ ৬০হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, দেশে যে পরিমাণ পেঁয়াজ মজুদ আছে তাতে সংকট হওয়ার কথা নয়। তবে গত জুন মাস থেকে এ পর্যন্ত কয়েক দফায় ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে ২০০ থেকে বেড়ে ৭০৫ ডলারে দাঁড়িয়েছে।

রাজধানীর পলাশী বাজারে গিয়ে দেখা যায়, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি খুচরা মূল্যে বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

বাজারের খুচরা বিক্রেতা আব্দুল আহাদ জানান,‘দেশি পেঁয়াজ প্রতি কেজি কিনতে হচ্ছে ৮০টাকা দরে। তবে দু’দিন আগে কেনা থাকলে দাম কিছুটা কম হওয়ার কথা। ’

পলাশী বাজারে কথা হয় আব্দুল কাইয়ুম নামে এক ক্রেতার সঙ্গে। বললেন, দাম বাড়লেও তো কিছু করার নাই, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে তো হবেই।

‘তবে আগে হয়তো পাঁচ কেজি কিনতাম এখন দুই কেজি কিনেছি। তাতেই প্রায় ২০০ টাকা শেষ। ’

ক্রেতারা অভিযোগ করছেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ার কথা বলা হলেও দেশীয় মুনাফা লোভী ব্যবসায়ীরা অনেক সময় দাম বাড়িয়ে থাকেন। এবারও এধরনের কোনো কারসাজি হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।

** বেনাপোল বন্দর দিয়ে আসছে না পেঁয়াজ

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এইচআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।