ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
বাংলাদেশে ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীন ছবি: সংগৃহীত

ঢাকা: বিভিন্ন খাতে চীন বাংলাদেশে ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে সফররত চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেং তার এ আগ্রহের কথা জানান।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে চীনের উন্নয়ন অংশীদার হিসেবেও মন্তব্য করেন।
 
বিনিয়োগ বিষয়ে চীনের সঙ্গে সমন্বয় করার জন্য বাংলাদেশের পক্ষে একটি কমিটি গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন চীনের বাণিজ্যমন্ত্রী।
 
৬ শতাংশের বেশি মোট দেশজ উৎপাদন (জিডিপি) ধরে রাখতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন গাও হুচেং। ভিশনারি ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন ও বাংলাদেশ মধ্যকার গভীর বন্ধুত্ব, শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের কথা তুলে ধরেন।
 
চীনের বিনিয়োগ বিশেষ করে পোশাক খাতে বিনিয়োগে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইনোমিক জোন ও শিল্প এলাকার বরাদ্দের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী চীনের সঙ্গে যৌথভাবে পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।