ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকনা বাছুর ক্রয়ে ঋণ দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
বকনা বাছুর ক্রয়ে ঋণ দেওয়ার নির্দেশ

ঢাকা: বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে তিন মাসের মধ্যে প্রজননক্ষম হয় এমন দেশি জাতের বকনা বাছুর ক্রয় করতে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক, বিশেষায়িত, আইএফআইসি, ব্র্যাক, মিডল্যান্ড, আইডিএলসি ফাইন্যান্স, আনসার-ভিডিপি উন্নয়ন এবং কর্মসংস্থান ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ চিঠি পাঠানো হয়।



৫ শতাংশ সুদে একটি বাছুর ক্রয়ের জন্য ৪০ হাজার টাকা ও রক্ষণাবেক্ষণের জন্য ১০ হাজার ঋণ দেওয়া হবে। একজন খামারিকে চারটি বাছুর ক্রয় ও রক্ষণাবেক্ষণের জন্য ২ লাখ টাকা ঋণ দেওয়া যাবে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন নারী ও প্রান্তিক খামারীরা।

এছাড়াও দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কিমে আসল পরিশোধের সময় গ্রহণের তারিখ হতে অনধিক ৩ বছরের স্থলে ৫৪ মাস হবে। ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতা অনধিক ১৪ মাস গ্রেস পিরিয়ড পাবেন। ঋণ গ্রহীতাকে ৩৬ থেকে ৫৪ মাসের (গ্রেস পিরিয়ডসহ) মধ্যে গৃহীত ঋণ সমন্বয় করতে হবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এসই/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।