ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহ্‌জালাল ব্যাংক-লং বিচ হোটেল সমঝোতা স্মারক সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
শাহ্‌জালাল ব্যাংক-লং বিচ হোটেল সমঝোতা স্মারক সই ছবি: সংগৃহীত

ঢাকা: শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও লং বিচ হোটেল লিমিটেড কক্সবাজারের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তির ফলে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের সব কর্মকর্তা ও ডেবিট কার্ড হোল্ডারএখন থেকে লং বিচ হোটেলের রুম ভাড়ায় ৩০- ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।



শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি এম মুশফিকুর রহমান ও লং বিচ হোটেলের মার্কেটিং বিভাগের প্রধান শরীফ সাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্‌জালাল ব্যাংকের এসইভিপি ও ব্যাংকিং অপারেশনস এবং আন্তর্জাতিক বিভাগের (আইডি) প্রধান মো. আখতার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।