ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সিলেটের মিরাবাজারস্থ আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্ প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান মো. লুৎফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্ শাখা প্রধানদের অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সফল প্রচেষ্টা অব্যাহত রাখা, ব্যবসা সম্প্রসারণ, গুণগত গ্রাহক সেবা প্রদান, মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে সিলেট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।