ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউরোপ সফরে যাচ্ছেন ডিবিসিসিআই প্রতিনিধি দল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
ইউরোপ সফরে যাচ্ছেন ডিবিসিসিআই প্রতিনিধি দল

ঢাকা: আগামী ৬-১২ সেপ্টেম্বর বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ সফর করবে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিবিসিসিআই) একটি প্রতিনিধি দল।

এ দেশগুলোতে বাংলাদেশি পণ্যের রপ্তানি ও বাংলাদেশে তাদের বিনিয়োগ আকর্ষণ করাই এ সফরের লক্ষ্য।



১৪ সদস্যের ব্যবসায়ী দলটির নেতৃত্ব দেবেন ডিবিসিসিআই প্রেসিডেন্ট এম হাসান খালেদ।
হাসান খালেদ এ বিষয়ে বলেন, বাংলাদেশি পণ্য বিষয়ে এসব দেশগুলোকে আগ্রহী করে তোলাই আমাদের উদ্দেশ্য। নেদারল্যান্ডসসহ এ অঞ্চলে বাংলাদেশি পণ্য, পরিষেবা সম্পর্কে জানানো এবং বাংলাদেশে ডাচ্ ও ইউরোপীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করা আমাদের প্রধান লক্ষ্য।

এছাড়া আগামী বছরের এপ্রিলে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বাংলাদেশি বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়েও আসন্ন সফরে আলোচনা হবে বলে জানান ডিবিসিসিআইর ট্রেড অ্যান্ড ফেয়ার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাহরিয়ার তাহা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
জেপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।