ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিএল খুলনা অঞ্চলের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এনবিএল খুলনা অঞ্চলের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন ছবি : সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. বদিউল আলম।



সম্মেলন থেকে অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সফল প্রচেষ্টা অব্যাহত রাখা, ব্যবসা সম্প্রসারণ, গুণগত গ্রাহক সেবা এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য শাখা প্রধানদের পরামর্শ দেন বদিউল আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন।

ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান ও এসভিপি মো. মেশকাত-উল-আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের আইন ও আদায় বিভাগের প্রধান ও এসইভিপি ফরহাদ আহমেদ চৌধুরীসহ খুলনা অঞ্চলের ২৪টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।