ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাসাদ গ্রুপের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
প্রাসাদ গ্রুপের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: প্রাসাদ গ্রুপ অব কোম্পানিজের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার (৩০ আগস্ট’২০১৫) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাসাদ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস চেয়ারম্যান মিসেস দোলেনা খানম, আনছার আলী, মিসেস জিনিয়া সুলতানা, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ.ডব্লিউ.এম. আব্দুল হক, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, জেক্সকার প্রেসিডেন্ট ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান প্রমুখ।

অনুষ্ঠানের মাঝে ক্রিকেটার সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও রবিউল ইসলাম কে সংবর্ধনা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।