ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কালুরঘাটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
কালুরঘাটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৯৮তম কালুরঘাট শাখা চট্টগ্রামের কামাল বাজারে উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ডাইরেক্টর হুমায়ুন বখতিয়ার প্রধান অতিথি হিসেবে রোববার (৩০ আগস্ট ২০১৫) এ শাখা উদ্বোধন করেন।



ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ আজম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। সাবেক কমিশনার নাজিম উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ব্যাংকার নাসির উদ্দিন আহমেদ, চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক চান্দু বিকাশ বড়ুয়া, স্থানীয় ব্যবসায়ী নেতা মোহাম্মদ আবদুল মোনায়েম ও কামাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার এতে বক্তব্য রাখেন।

ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান ড. কামাল উদ্দিন জসীমসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, উলামা, ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার শাখা উদ্বোধন উপলক্ষে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক সেমিনার কামাল বাজারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিন এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।