ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল ফয়সাল আহমেদ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনেতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের সাবেক কর্মকর্তা ফয়সাল আহমেদ।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জান‍ানো হয়।



বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি গর্ভনর ড. আতিউর রহমানকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করবেন তিনি।  
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ফয়সাল আহমেদ কম্বোডিয়াতে আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের আবাসিক প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি কাজ করতেন মুদ্রা ও শেয়ার বাজার বিভাগে। এছাড়াও তিনি আইএমএফ’র উদীয়মান বাজার পর্যবেক্ষণ দলের কোর মেম্বার এবং রিজার্ভ ও ডেট ম্যানেজমেন্ট বিভাগের টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট মিশনে কাজ করেছেন।

এছাড়া ফয়সাল আহমেদ ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে অর্থনীতিতে মার্স্টাস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রিন্সটোন ইউনিভার্সিটি থেকে সামষ্টিক অর্থ নীতিতে মার্স্টাস করেছেন। তিনি তুর্কি কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক গবেষক হিসেবে কাজ করেছেন। ‍

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।