ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি ও আইএফসি’র মধ্যে ৩ চুক্তি

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ইউসিবি ও আইএফসি’র মধ্যে ৩ চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) মধ্যে তিনটি চুক্তি সই হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সোমবার (৩১ আগস্ট) ইউসিবিএল’র কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি সই করা হয়। এ সময় ইউসিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলী এবং আইএফসি’র দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মেঙ্গিতসু আলেমায়েহু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউসিবিএল’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম, মির্জা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আব্দুল মুহাইমেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম, মোহাম্মদ শওকত জামিল, মো. সোহরাব মুস্তাফা ও গোলাম আউলিয়া, আইএফসি’র বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মিস ওয়েনডি ওয়ার্নার, আইএফসি ভিয়েতনামের কান্ট্রি ম্যানেজার কাইলি এফ কেলহোফার, আইএফসি’র সিনিয়র কান্ট্রি অফিসার রেহান রশীদ এবং আইএফসি’র ইনভেস্টমেন্ট অফিসার মিস পারুল দুদেজা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে, আইএফসি জিটিএফপি, ডব্লিউসিএসএস এসটিএফ ও তৈরি পোশাক শিল্পের এসইএফ রেমেডিয়েশন ক্ষেত্রে ইউসিবিকে ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন করবে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
পিআর/এমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।