ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্যাস, বিদ্যুতের দাম বাড়ায় ডিসিসিআইর উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
গ্যাস, বিদ্যুতের দাম বাড়ায় ডিসিসিআইর উদ্বেগ

ঢাকা: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। দাম বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যে নানামুখী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ব্যবসায়ীদের এ সংগঠনটি।



সোমবার (৩১ আগস্ট) ডিসিসআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও আশঙ্কার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রাসারণ ও অর্থনৈতিক উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
 
ডিসিসিআই মনে করছে, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে ব্যবসায় ব্যয় বাড়বে এবং রপ্তানি বাধাগ্রস্ত হবে। মূল্যস্ফীতি ডাবল ডিজিটে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা  অর্থনীতির জন্য মারত্মক হুমকির কারণ হতে পারে।
 
বর্তমানে আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশীয় বাজারে এলপিজি গ্যাসের দাম তুলনামূলকভাবে বেশি নির্ধারণ করা রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে সমাজের নিম্ন ও মধ্যম শ্রেণীর মানুষের জ্বালানি ব্যয় বাড়বে এবং ভোগান্তি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির ধারাকে গতিশীল রাখার জন্য সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করার ক্ষেত্রে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগে নিরুৎসাহিত করবে।

ক্যাপটিভ বিদ্যুৎ ব্যবহারের ফলে টেক্সটাইল, তৈরি পোশাকসহ অন্য খাতগুলো ইতোমধ্যে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। দাম বাড়ার ফলে এ খাতগুলোর অগ্রগতির ধারা ব্যাহত হবে।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় বর্তমান সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এএসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।