ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বড়পুকুরিয়া খনির সিবিএ সভাপতিকে গ্রেফতারের দাবি

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
বড়পুকুরিয়া খনির সিবিএ সভাপতিকে গ্রেফতারের দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ভাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বোনকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত বড়পুকুরিয়া কয়লাখনির সিবিএ সভাপতি আবুল কাশেম শিকদারের গ্রেফতার ও  অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কয়লাখনি-মধ্যপাড়া সড়কের মিজানুরের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে শতাধিক লোক বিক্ষোভ মিছিল বের করেন।



মিছিলটি খনি মোড় দিয়ে পার্বতীপুর-ফুলবাড়ী সড়ক প্রদক্ষিণ করে খনির আবাসিক ফটকের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় পানি, বিদ্যুৎ ও কর্মসংস্থান সমিতির সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, সামাজিক বৈষম্য দূরীকরণ সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলার জামগ্রামের মোস্তাকিম প্রমুখ।

বক্তারা বলেন, সিবিএ সভাপতি আবুল কাশেম শিকদার চাকরি দেওয়ার কথা বলে এলাকার অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। প্রতারক, নারী লোভী ও দুর্নীতিগ্রস্ত কাশেম শিকদারসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার, বিচার ও খনি থেকে স্থায়ী অপসারণের দাবি জানান তারা।

গত ১৪ আগস্ট রাতে ভাইকে খনিতে কারিগরি হেলপার পদে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বড়পুকুরিয়া কয়লাখনির ঢাকার কাওরান বাজারে পেট্রোসেন্টারে অবস্থিত লিয়াজোঁ অফিসে ফোরম্যান (মেকানিক্যাল) পদে কর্মরত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদার।

পরে ওই নারীর চিৎকারে খনির নিরাপত্তা কর্মীরা এগিয়ে এলে রক্ষা পান তিনি। এ ঘটনায় ১৯ আগস্ট খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন ওই তরুণী। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ২৩ আগস্ট আগস্ট কাশেম শিকদারের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন ওই তরুণীর ভাই।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।