ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১০৫০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ফের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১০৫০ টাকা

ঢাকা: টানা কয়েক বার পতনের পর গত মাসের শেষে বেড়ে যায় স্বর্ণের দাম। কিন্তু বুধবার (০৯ সেপ্টেম্বর) থেকে ফের কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বিক্রেতাদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।



মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ‍এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, সনাতনী পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণে ৫২৫ টাকা এবং অন্যান্য ক্যারেটের স্বর্ণে এক হাজার ৫০ টাকা করে কমেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে নতুন এ মূল্যে স্বর্ণ বিক্রি হবে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪২ হাজার ২২৩ টাকা দরে।

গত ২৩ আগস্ট থেকে সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরি প্রতি বিক্রয় মূল্য ছিল ৪৩ হাজার ২৭৩ টাকা।
 
২১ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি ৪১ হাজার ১৭৩ টাকার বদলে ৪০ হাজার ১২৪ টাকা দরে বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৩ হাজার ৪৭৫ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৩৪ হাজার ৫২৫ টাকা। আর সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণ ২৩ হাজার ৯৪ টাকার বদলে এখন তা ২২ হাজার ৫৬৯ টাকায় বিক্রি হবে।

এ দিকে স্বর্ণের পাশাপাশি মঙ্গলবার থেকে কমেছে রূপার দামও। আগে প্রতি ভরি রূপার দাম ছিল ৯৯১ টাকা। বুধবার থেকে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রূপার দাম কমেছে ৫৮ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাজুস।

সাম্প্রাতিক সময়ে আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ার কারণে দেশের বাজারেও ধারাবাহিকভাবে কমে যাচ্ছিল স্বর্ণের দাম।

স্বর্ণ ক্রেতারা ধারণা করছিলেন, স্বর্ণের দাম আরও কমবে। তবে গত মাসের ২৩ তারিখ থেকে হঠাৎ স্বর্ণের দাম বেড়ে যায়। এতে কিছুটা হতাশা বিরাজ করে। এমন অবস্থাতেই ফের দাম কমলো স্বর্ণের।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।