ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বল্প সুদে ঋণ চায় চামড়াজাত পণ্য উৎপাদনকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
স্বল্প সুদে ঋণ চায় চামড়াজাত পণ্য উৎপাদনকারীরা

ঢাকা: দ্রুততম সময়ে উৎপাদন শুরু করতে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ চান চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টারস ‍অ্যাসোসিয়েশন। তিন শতাংশ সুদে ১৫/২০ বছর মেয়াদী ঋণ চায় চামড়াজাত পণ্য উৎপাদকদের সংগঠনটি।



রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তরে নতুন ভবন নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হবে সাড়ে ৫ হাজার কোটি টাকা। কিন্তু এ শিল্প স্থানান্তরের জন্য সরকারের কাছ থেকে মাত্র আড়াইশ’ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চামড়াজাত পণ্য উৎপাদকরা।
 
তাদের দাবি, বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা বিনিয়োগকারীদের জন্য দুঃসাধ্য। কারখানা স্থানান্তর ও যন্ত্রাংশ ক্রয়ের অর্থের যোগান না পেলে সঠিক সময়ে উৎপাদনেও যাওয়া সম্ভব হবে না।
 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহেরের নেতৃত্বে সংগঠনের নেতারা সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে এসব দাবি জানিয়ে একটি লিখিত আবেদন জমা দেন।
 
ওই আবেদনে আরও বলা হয়, বর্তমানে যেসব কারখানার নামে ঋণ নেওয়া আছে, সেইসব ঋণে সুদবিহীন ব্লক সুবিধা প্রদান করতে হবে। কারণ কারখানা স্থানান্তরকালীন সময়ে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের কোনো কাজে লাগানো যাবে না। বসিয়ে বসিয়ে বেতন দিতে হবে। বাংলাদেশ ব্যাংক আট বছরে পরিশোধ যোগ্য ব্লক অ্যাকাউন্ট সুবিধা প্রদান করে ১০শতাংশ সুদ আরোপ করেছে। এতে কোনো উপকার হবে না।
 
এছাড়াও চামড়াজাত পণ্যের ওপর নগদ সহায়তা প্রদান করা হলেও ক্রাস্ট ও ফিনিশড চামড়া রপ্তানির ক্ষেত্রে তা প্রত্যাহার করা হয়েছে। এই পণ্য দুটির জন্য নগদ সহায়তা চান উৎপাদকরা।
 
আবেদনে বলা হয়, উন্নত বিশ্বে চামড়াজাত পণ্যের রপ্তানি কমে যাওয়ায় আয় কমেছে ২০ শতাংশ। বিশ্ববাজারে ২৪০ বিলিয়ন ডলার মূল্যের চামড়া, চামড়াজাত পণ্য, কৃত্রিম উপাদানের তৈরি ফুটওয়্যারের চাহিদা রয়েছে। সহায়তা পেলে ২০ বছরের মধ্যে ১০ থেকে ২০ শতাংশ পূরণ করা সম্ভব।
 
বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের বাংলানিউজকে জানান, তাদের দাবি সর্ম্পকে মন্ত্রী অবগত হয়েছেন। যতটুকু সম্ভব পূরণেরও আশ্বাস দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।