ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চন্দনাইশে ইসলামী ব্যাংকের ৩০০তম শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
চন্দনাইশে ইসলামী ব্যাংকের ৩০০তম শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র ৩০০তম শাখা চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে বুধবার (০৯ সেপ্টেম্বর) এ শাখা উদ্বোধন করেন।



ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আমীরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তরজোন প্রধান মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

এছাড়া কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুশ শুক্কুর, জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ হোসেন, চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর জাহানারা বেগম, সিদ্দিকবাছুরা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন চৌধুরী, জোয়ারা রাস্তারমাথা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিউল বারী বাবুল, ব্যবসায়ী রমিজ আহমদ, চিকিৎসক মহিউদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ বিজয় আনন্দ বড়ুয়া ও নারী উদ্যোক্তা পারভীন আক্তার বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।