ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যর্থ হলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যর্থ হলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদনে ব্যর্থ হলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী ও সময়োপযোগী করতে এ নির্দেশনা দেওয়া হয়।


 
নির্দেশনায় বলা হয়, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের অর্গানোগ্রাম প্রস্তুত করে পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদন ও পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।  
 
ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কম্প্ল্যায়েন্স (আইসিসি) ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নন এমন একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বা উপ-ব্যবস্থাপনা পরিচালক পর্যায়ের কর্মকর্তাকে প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) নিয়োগ এবং তাকে প্রধান করে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যবস্থাপনা পর্যায়ের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে হবে।
 
ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ বাৎসরিক ভিত্তিতে প্রতিটি সম্ভাব্য ক্ষেত্র যেমন খাত ভিত্তিক, শিল্প ভিত্তিক ও বিভাগ ভিত্তিক ঋণের লক্ষ্যমাত্রা, শীর্ষ ২০ গ্রাহকের মধ্যে কেন্দ্রীভূত ঋণের পরিমাণ, মোট সম্পদের তুলনায় অফব্যালান্সশিট এক্সপোজার, বাৎসরিক ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি, শীর্ষ ১০ গ্রাহকের কাছ থেকে তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা, লিক্যুইটি প্রোফাইলের বিভিন্ন বাকেটে সম্পদ ও দায়ের ব্যবধান, সংবেদনশীল সম্পদ ও দায়ের মধ্যে ব্যবধানসহ নির্দেশিত কিছু বিষয় প্রতিবেদন আকারে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।

বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে এ প্রতিবেদন পাঠাতে হবে। এছাড়াও ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন ও সভার কার্যবিবরণী পাঠানোর জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।